কলমেঃ সোনালী বসু
মেঘলা আকাশ সকাল থেকেই
শীতল বাতাস বয়
ঘরবন্দী থাকতে কী আর
কারো মনে লয়।
কুয়াশায় ঢাকা চারিদিকে
দেখা যায়না ভালো
আলোর আশায় বসে আছি
সূর্যকে বেসে ভালো।
অসময়ে বৃষ্টি পড়ে দেখি
মন লাগেনা কাজে,
রোদ্দুর চাই মন ভরে তাই
শীতটা লাগে বাজে।
শীতের দিনে পিঠাপুলি
খেতে লাগে বেশ,
বারো মাসে তেরো পার্বণে
সোনার বাংলাদেশ।
শীতের শেষ হোক এবার
বসন্ত আসুক ফিরে,
পাতা ঝরার দিনশেষে
কোকিল ডাকুক ধীরে।
গাছে গাছে নতুন কুঁড়ি
ফুটুক নানা ফুল
ফুলে ফুলে প্রজাতির দল
নাচুক দ্যোদুল দুল।
মনে খুশির ছোঁয়া লাগুক
জেগে উঠুক প্রাণ,
ভালোবাসা নিয়ে আসুক
বসন্ত দিনের গান।