কলমে: মোঃ হাসিদ মোমিন
আমার প্রিয় ফুল গোলাপ,
গোলাপ তুমি, রক্তরাঙা, অভিমানী ফুল।
তোমার সুগন্ধে ডুবে হয়েছি দিশেহারা,আর হেরেছি বারবার।
তোমার সেই লাল ফুলের গন্ধ, টেনে নিয়ে যায় প্রতি রাতে অচিনপুরে।
তোমার প্রতিটি পাপড়ি, যেনো এক-একটি প্রহর, প্রেম-যুদ্ধে হেরে গিয়ে, শুধু চোখের জল।
কত না যতনে গড়েছি এক একটি পাপড়ি,আর এক নিমেষে বৃষ্টির ঝড়ে হারিয়ে গিয়েছে সব রং।
তোমার সুগন্ধের আসক্ত হয়ে এখন মুমূর্ষ রোগী।
তোমার কাটায় আঘাত পেয়ে হারিয়ে গিয়েছে রাতের ঘুম।
তবুও তোমায় দেখি, প্রতিদিন, প্রতি রাতে, তুমি শুধু ফুল নও, তুমি মোর রঙিন স্বপ্নের শহর।
গোলাপ তুমি ঝরে গেলে, রইলো শুধু গন্ধ।
তোমার শুকিয়ে যাওয়া পাতা, পাপড়ি রয়েছে ডায়েরির মাঝ পৃষ্ঠায়।