মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
মহান বিজয় দিবস উপলক্ষে ২০ শে ডিসেম্বর, শনিবার, গ্লোবাল স্টুডেন্ট এলায়েন্স মালয়েশিয়া কর্তৃক আয়োজিত বিজয় উৎসব -২০২৫ ও গ্লোবাল এক্সিলেন্স আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠান মালেশিয়া কুয়ালালামপুর জি টাওয়ার হোটেলে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যবসায়ী উদ্যোক্তা ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভূঁইয়া থেকে গ্লোবাল এক্সিলেন্স আইকন অ্যাওয়ার্ড ২০২৫ গ্রহণ করেন মালেশিয়ার স্বনামধন্য প্রবাসী ব্যবসায়ী ও লোহাগাড়া উপজেলা পদুয়ার কৃতি সন্তান মোহাম্মদ শাহাব উদ্দিন সিআইপি।
একান্ত সাক্ষাৎকারে শাহাব উদ্দিন সিআইপি বলেন- জীবনের প্রতিটি ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ্যাওয়ার্ড পাওয়া আমার জন্য গর্ব ও আনন্দের। এতে করে আমার দায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে গেল। আমাকে অ্যাওয়ার্ড প্রদান করায় আমি (GSAM) সংগঠনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।