
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লার অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৩ ঘটিকায় জগন্নাথপুর উপজেলাবাসীর উদ্যাগে উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার শত শত নাগরিক অংশ নেন। এসময় জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু এর সভাপতিত্বে ও ব্যবসায়ী মোঃ ইলিয়াছ মিয়ার পরিচালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রবীণ ব্যবসায়ী ওলি উল্লাহ,ডাক বাংলা সড়কের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ,উপজেলা উলামা মাশায়েক পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমেদ, উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি আমিনূর রহমান জিলু, সাধারন সম্পাদক আলী হোসেন খান,,পৌর যুবদলেরর যুগ্ন আহবায়ক মোঃ তারেক মিয়া,বিএনপি নেতা, সফিক আহমদ, রূপন আলী ও জগন্নাথপুর সরকারী ডিগ্রি কলেজ ছাত্র দলের সহসভাপতি হামজা আহমদ প্রমুখ
সভায় বক্তারা বলেন জগন্নাথপুর ডাক বাংলা সড়ক থেকে উপজেলা পরিষদ সড়ক দিয়ে যুগ যুগ ধরে নাগরিকরা চলাচল করছেন। বিশেষ করে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে চলাচল করে আসছেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হঠাৎ করে সড়কটি বন্ধ করে দিলে জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। উপজেলা সদরের দুটি সেতু অকার্যকর থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে। যা নিয়ে নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়াও ইউএনও বরকত উল্লার বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ভুক্তভোগী নাগরিকের পক্ষ থেকে গত ৩০ অক্টোবর সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয় ও দুর্নীতি দমন কমিশন সিলেটের পরিচালক বরাবরে লিখিত অভিযোগ করা হলে গত ২৬ নভেম্বর সুনামগঞ্জের জেলা ম্যাজিষ্ট্রেট সমর পাল সরেজমিনে তদন্ত করেন। বক্তারা অবিলম্বে উপজেলা পরিষদের সড়কের গেইট খুলে দেয়া ও দুর্নীতিবাজ ইউএনও বরকত উল্লার দ্রুত অপসারণের দাবি জানান। অন্যতায় আগামী তে এলাকার সর্বস্তরের নাগরিকদের নিয়ে কঠোর কর্মসূচীর মাধ্যমে গণ আন্দোলন গড়ে তুলা হবে বলে সমাবেশে জানানো হয়।