
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীর শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। শীতের প্রকোপে দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সংস্থাটির উদ্যোগে জেলার ডোমার ও জলঢাকা উপজেলায় শীতবস্ত্র ও রুম হিটার বিতরণ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে দুই উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৩ হাজার ৭০ জন শীতার্ত মানুষের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীদের মধ্যে ২ হাজার ৪০০টি কম্বল, নারীদের জন্য ৫০০টি শাল-চাদর এবং ১৭০টি রুম হিটার প্রদান করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, নীলফামারীর স্থানীয় প্রতিনিধি সোহেল রানা, নূর কামাল, বুলবুল ইসলাম, দেলোয়ার হোসেন, আল আমিনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।
আয়োজকরা জানান, শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া ও সুবিধাবঞ্চিত মান যাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই তাদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
সহায়তা পেয়ে উপকারভোগীরা যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের ভাষ্য, চলতি শীতে বিভিন্ন দিক থেকে প্রত্যাশিত সহায়তা না পেলেও এই সংস্থার দেওয়া কম্বল, শাল-চাদর ও রুম হিটার ছিল মানসম্মত ও প্রয়োজনীয়। এতে শীতের কষ্ট অনেকটাই কমেছে বলে তারা জানান।
স্থানীয় সচেতন মহল মনে করেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সবার।