
চট্টগ্রাম প্রতিনিধি:
লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের রশিদের পাড়া সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে ডে- নাইট শর্টপিচ ফাইনাল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর, শনিবার, রাত ১১ টায় টায় লোহাগাড়া রশিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দরবেশিয়া ক্রিকেট একাদশ বনাম দায়েমিয়া ক্রিকেট একাদশ টিম ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন। খেলায় দরবেশীয়া ক্রিকেট একাদশ বিজয়ী হয়,
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন লোহাগাড়া রশিদের পাড়ার কৃতি সন্তান, আব্বাস টাওয়ারের সত্ত্বাধিকারী ও ডায়মন্ড প্রবাসী গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্বাস উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ারিং ওয়া্র্ড বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্ট এর সিইও ইন্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খোলা কাগজ লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক ফাহাদ চৌধুরী ও মঈনুদ্দিন চৌধুরী মানিক।
লোহাগাড়া উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও খেলার প্রধান উদ্দ্যেক্তা তাইফুল ইসলাম, সাকিবুল হাছান, মোহাম্মদ জিসান, আব্দুল্লাহ বিন হোসাইন ও আব্দুল্লাহ বিন মুহিদ এর সার্বিক তত্বাবধানে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া ইয়ুং সোসাইটির পৃষ্ঠপোষকতায় ফাইনাল খেলা পরিচালিত হয়েছে বলে আয়োজক কমিটি জানিয়েছেন।