কলমেঃ পূর্ণিমা রানী দেবনাথ
পূর্নিমা রানী দেবনাথ
গভীর নিশি ঘুমোঘোর আঁখি
স্বপনে নয়ন মেলে দেখি,
তুমি আর আমি দুলছি দুজনে
আন্দোলনে কল্পতরুর দোলোনে।
আকাশের বুকে মেঘে মেঘে ভেসে
বেড়াচ্ছি উড়ে তারাদের দেশে।
দেখি তারাদের দেশে সরোবরে পদ্মবনে
কমল ফুটেছে শতদলে মধুপের গুঞ্জনে।
রাজার কুমার যাচ্ছে উড়ে ময়ূরপঙ্খি চড়ে
ঘুমিয়ে আছে রাজার কন্যা রাজপুরিতে,
পাহারা দিচ্ছে সাতশত পরী
নিশীথ রজনী নীরব নগরী।
জেগে দেখি শয্যায় আমি একা।
কেউ কোথাও নেই, কল্পনা আঁকা।
শুনি প্রভাত পাখির জাগরণী সুর
আমি একা যেতে হবে বহুদূর।