মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় জানানো হয়, ব্র্যাকের উদ্যোগে সুনামগঞ্জ জেলার সকল উপজেলায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বিভিন্ন সংবেদনশীল রোগ, যেমন— ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসব রোগ প্রতিরোধে কাজ করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ আফজালুল আলম, তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যের ওপর। তাই সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা আওলাদ হোসেন, এবং ব্র্যাকের সিসিএইচ-বিএইচপি অফিসার দিপ্র রায়। তারা জলবায়ু সংবেদনশীল রোগ শনাক্তকরণ, চিকিৎসা ও প্রতিরোধে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সেলবরষ ইউনিয়নের মেম্বার ইদ্রিস আলী, ও সাখায়াত হোসেন, সিএইচডব্লিউ মোঃ রফিকুল ইসলাম টিটুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভা শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।