জেসমিন আক্তার মনি, নিজস্ব প্রতিবেদক:
মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়ে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান হিসেবে প্রবীণ সাংবাদিক ও সংগঠক এস. এম. সাইফুল ইসলাম কবির এবং মহাসচিব হিসেবে আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, মানবিক সাংবাদিক আহমেদ হোসাইন ছানু সম্মানিত পদে মনোনীত হওয়ায় খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
খুলনা আর্ট একাডেমির পরিবার মনে করে, সাংবাদিকরা সমাজ গড়ার কারিগর তাঁদের কলমেই উঠে আসে সত্য, ন্যায় ও মানুষের কণ্ঠস্বর। মফস্বল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের জন্য এই নেতৃত্ব একটি নতুন আশার পথ তৈরি করবে বলে বিশ্বাস করেন খুলনা আর্ট একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং খুলনা আর্ট একাডেমির সকল সদস্যরা চিত্রশিল্পী মিলন বিশ্বাস আরো বলেন সাংবাদিক হল সমাজের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও সম্মান প্রদর্শন করে আসছেন। তাই খুলনা আর্ট একাডেমি পক্ষ থেকে জানানো হয়, সমাজ ও সংস্কৃতির বিকাশে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য, আর সেই মহৎ কর্মযাত্রায় এই নতুন নেতৃত্ব তাঁদের কর্মকাণ্ডের মাধ্যমে সম্মানজনক স্থান করে নেবে এটাই প্রত্যাশা করেন খুলনা আর্ট একাডেমির পরিবার নবনির্বাচিত চেয়ারম্যান ও মহাসচিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করেন।