
কলমেঃ কাকলি রানী ঘোষ
রাজহংস চরে বেড়ায়,
তোমার তৃপ্ত সূধায়,
সরোবর মাঝে পদ্ম পাতায়,
অস্ফুট পদ্ম কূড়ি,
প্রস্ফুটিত শত পদ্মদলে।
সপ্ত রং ছড়িয়ে রংবেরঙের বাহারে।
রঙিন ফুলে ফুলে সবুজ ধরণী,
না যায় বলা কেমনে রচিবো,
তোমার এই রচনা।
শব্দ ছড়িয়ে আছে প্রকৃতির মাঝে,
কুড়িয়ে কুড়িয়ে রাখি কবিতায়।
সৌন্দর্যের বাতায়নে মন হারিয়েছে সেখানে,
চাঁদকে দেখি আপ্লুত মন,
নিজেকে দেখি চন্দ্রিমায়,
পৃথিবীর অপরূপ রূপের মহিমায়,
বাসন্তী ফুলের প্রস্ফুটিত রূপে,
মুগ্ধ প্রেম শব্দ খোঁজে,
সৌন্দর্যের অতল সাগরে হাবুডুবু খাই কবি প্রেম,
কৃষ্ণচূড়ার ডালে বসে থাকা,
দুটি পাখির প্রেম,
আমি যেন!
নিজেকে না পারি ধরিয়া রাখিতে।