মোঃ জাবেদুল ইসলাম
নিরাপদ বাংলাদেশ চাই,
চাই নিরাপদ ঠাই।
শান্তি নিয়ে একটু ঘুমোই,
অশান্তি যেন না চাই।
মানুষ হিসেবে নিরাপদ চাই,
সব খানে শান্তি চাই।
দিন শেষে রাতের বেলায়,
একটু যেন স্বস্তি পাই।
নিরাপদ বাংলাদেশ চাই,
মানুষের মুখে চাই হাসি।
কান্না গুলো বাক্সে বন্দি,
নদীর জলে দেই ভাসি।
নিরাপদ বাংলাদেশ চাই,
মানুষ হয়ে পুড়তে না ভাই।
স্বাধীন বাংলা মায়ের কোলে,
শান্তি নিয়ে বাঁচতে চাই।
নিরাপদ বাংলাদেশ চাই,
নারী পুরুষ শিশু বৃদ্ধ।
কি অপরাধ করেছি মোরা,
অনলে পুড়ে হই সিদ্ধ?