মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুরে মনোয়ারা বেগম (৫৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নোয়ানি পাড়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মনোয়ারা বেগম ওই গ্রামের ইউনুস আলীর স্ত্রী। পুলিশ ও স্বজনরা জানান প্রতিদিনের মতো সোমবার রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমাতে যান তিনি। সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন বাড়ির সামনে একটি লেবু গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে মহেশপুর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, মনোয়ারা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, লাশটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।