
পাবনা প্রতিনিধি:
পাবনা জেলার বিশিষ্ট কবি-কলামিস্ট, গীতিকার-সাংবাদিক, পরিবেশ ও মানবাধিকার কর্মী, দৈনিক বিবৃতি পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ এর ভাতিজি মোসাঃ মারিয়াম জামান মাওয়া’র (২৩ ডিসেম্বর) চতুর্থ জন্মবার্ষিকী।
মারিয়াম জামান মেমী ২৩ ডিসেম্বর ২০২১ইং, বৃহস্পতিবার, এস এম মশিউজ্জামান অন্তর ও শারমিন খাতুন এর কোল আলোকিত করে পৃথিবীতে আগমন করে।
মারিয়াম অপরিনত বয়সেই জন্ম গ্রহণ করে মায়ের গর্ভস্থ অবস্থায় সাত মাসে জন্ম গ্রহণ করে। পাবনা শহরস্থ মায়ের আঁচল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রপ্রাচারের মাধ্যমে পৃথিবীতে আগমন ঘটে মারিয়াম জামান মাওয়া’র।
চতুর্থ জন্মবার্ষিকীতে পিতা-মাতা ও পরিবারের পক্ষ থেকে মারিয়াম জামান মাওয়ার জন্য দোওয়া চেয়েছেন।
প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ বলেন, আল্লাহর রহমতে মারিয়াম জামান মাওয়া বড় হবে ডাক্তার হতে চায় ও গরীব দুঃখী দুঃস্থ মানুষের সেবা করতে এই বয়সেই লোকের কাছে দোওয়া চায়। দৈনিক কালের ডাক
এর পক্ষ থেকে মারিয়াম জামান মাওয়ার চতুর্থ জন্মবার্ষিকীতে অনেক অনেক দোওয়া ও শুভ কামনা রইলো।