কামরুল হাসান কানন
স্বাধীন হবে কবে দেশ।
আমাদের এই বাংলাদেশ
শাসন এর নামে শোষণ চালায়।
জনসাধারণ পায়না স্বাধীনভাবে কথা বলার ভাবনা।
সত্য কথা বলতে গেলে লাঠিচার্জ আর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
তবু বাংলার নবযুয়ান পায়না কোনো ভয়।
অবিরাম করে সত্যকে জয়।
বাংলার স্বাধীন মানুষ এমনি চায় আসুক স্বাধীন রাজনৈতিক দল।
যে দল কিনা বুঝবে জনগণের মনের ভাব।
সেই দল কিনা দেরে জনগণকে স্বাধীন বাক স্বাধীনতা।
হ্যাঁ দুঃখের হবে শেষ একদিন উন্নত রাষ্ট্রগুলোকে ছাড়িয়ে যাবে আমাদের বাংলাদেশ।