মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে আজ বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) ডিমলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে টাঙানো বিভিন্ন ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়।পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদেরকে নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি যথাযথভাবে মেনে চলার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও সতর্কতা প্রদান করা হয়।
নির্বাচনী আচরণবিধি প্রতিপালনার্থে ডিমলা উপজেলায় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শেখ ইমাম মোশারফ মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি জানান, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
স্থানীয় প্রশাসনের এই কার্যক্রমে সাধারণ জনগণের মধ্যে নির্বাচন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।