
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
জুলাই আন্দোলনের সাহসী প্রতীক ও বিপ্লবী কণ্ঠস্বর হিসেবে পরিচিত ‘জুলাই যোদ্ধা’ ওসমান হাদির স্মৃতিকে কেন্দ্র করে বুধবার বিকেলে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী গ্রাফিতি অঙ্কন কর্মসূচি। রঙ ও তুলির মাধ্যমে প্রতিবাদ, স্বপ্ন এবং মুক্তির আকাঙ্ক্ষা তুলে ধরতেই এই শিল্পভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হয়।
শহরের পিটিআই মোড় এলাকায় আয়োজিত কর্মসূচিতে দেয়ালজুড়ে আঁকা হয় ওসমান হাদির প্রতিকৃতি ও জুলাই আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ নানা শিল্পকর্ম। গ্রাফিতিগুলোতে ফুটে ওঠে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান, ন্যায়বিচারের প্রত্যাশা এবং একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন।
আয়োজক সংগঠন গ্রীন ভয়েস, নীলফামারী জেলা শাখার নেতৃবৃন্দ জানান, এই আয়োজন শুধুমাত্র শিল্পচর্চা নয়; বরং এটি ইতিহাস স্মরণ, সামাজিক বার্তা প্রদান এবং তারুণ্যের শক্তিকে জাগ্রত করার একটি উদ্যোগ। তাঁদের মতে, ওসমান হাদির আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে ন্যায় ও প্রতিবাদের পথে অনুপ্রেরণা জোগাবে।
কর্মসূচিতে অংশ নেওয়া তরুণ শিল্পী ও শিক্ষার্থীরা বলেন, গ্রাফিতি শুধু চিত্র নয়—এটি আমাদের সময়ের কথা বলে। বিপ্লব কেবল গ্রন্থে সীমাবদ্ধ নয়, দেয়ালেও তার ভাষা লেখা থাকে। ওসমান হাদি আমাদের চিরন্তন প্রেরণা।
সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই কর্মসূচিতে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আগ্রহ লক্ষ্য করা যায়। আয়োজকদের মতে, এই উদ্যোগ নীলফামারীতে শিল্পভিত্তিক সামাজিক আন্দোলনের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।