কলমেঃ কাকলি রানী ঘোষ
হে প্রভু, অপরাধ করি কত শত,
না পায় দেখিতে পথের আলো,
তোমাকে করে যে অবমাননা,
নির্বোধ অতি জ্ঞানহারা,
যার ভিতরে নাই দয়া মায়া,
মায়া মমতার আঁধার,
তুমি যে পথের দিশা,
তোমাকে স্মরি বারংবার,
তোমাতে থাকি যেন সদা,
মানব কল্যাণ তোমার শিক্ষা,
হোক না তা নানা বিধকর্মে,
বেঁচে আছি তোমারই স্মরণে,
বাঁচি যেন চিরকাল তোমারি বরণে,
হে প্রভু, দাও মোর শান্তি,
এসো মোর হৃদয়ে পুজিব সাদা,
করুণা ধারা তুমি পথের দিশা,
দেখিতে না পাই আলো,
জ্ঞান অন্ধ আমি জীবনভর,
প্রার্থনা এই মোর থাকি যেন,
তোমার চরণতল।