মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
দেবীগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে প্রায় এক যুগ ধরে খতীব হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়ায় হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন আল আনসারী সাহেবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে মসজিদ কমিটি ও দেবীগঞ্জবাসীর পক্ষ থেকে তাঁকে সম্মাননা, নগদ অর্থ ও উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. গোলাম হাফিজ, যিনি পঞ্চগড় জজ কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতিও। এ সময় বক্তারা হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন আল আনসারী সাহেবের দীর্ঘদিনের খতীব হিসেবে দায়িত্ব পালন, দ্বীনি দাওয়াত, নৈতিক শিক্ষা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মসজিদ কমিটির সদস্য, ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন আল আনসারী বর্তমানে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই আরাবিয়ান ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জলঢাকা উপজেলার গোলনা কালিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাঁর সুস্বাস্থ্য ও দ্বীনি খেদমতে দীর্ঘায়ু কামনা করা হয়।