ইমরান আহমদ, স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
উদ্ধার হওয়া মোবাইল ফোনটির প্রকৃত মালিক মালিক দুলন মাহালী পিতা: অরেন মাহালী তিনি জাফলং চা বাগানের বাসিন্দা। গোয়াইনঘাট থানার এসআই মাইনুদ্দিনের নেতৃত্বে পরিচালিত অনুসন্ধান ও অভিযানের মাধ্যমে মোবাইলটি উদ্ধার করা হয়।
পরবর্তীতে গোয়াইনঘাট থানার তদন্ত অফিসার কবির আহনদের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধারকৃত মোবাইল ফোনটি মালিক দুলন মাহালীর কাছে বুঝিয়ে দেন।
মোবাইল ফিরে পেয়ে দুলন মাহালী গোয়াইনঘাট থানা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশের এ উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় তাদের পেশাদারিত্বের দৃষ্টান্ত আরও একবার প্রতিফলিত হয়েছে।