মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে নীলফামারী প্রেসক্লাবের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, নীলফামারীর সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। গঠনমূলক সমালোচনার মাধ্যমে ভুলগুলো ধরিয়ে দেওয়ার পাশাপাশি ইতিবাচক উদ্যোগগুলোও যেন গণমাধ্যমে উঠে আসে—এটাই আমাদের প্রত্যাশা।একই সঙ্গে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
দলের শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনের কোনো সদস্য অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন। তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নীলফামারী জেলাকে একটি সমৃদ্ধ ও উন্নত জেলায় রূপান্তর করা সম্ভব, আর এই পথচলায় গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে পাশে রাখতে চান তিনি।
নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এর আগে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন প্রেসক্লাবে পৌঁছালে ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানের নেতৃত্বে সিনিয়র সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের সমর্থনের প্রেক্ষাপটে তিনি নীলফামারী-০২ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ইতোমধ্যে ওই আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।