আমি কবিতায় আমার স্বপ্ন আকি
থোকা থোকা জমানো সব কল্পনা যা প্রকাশে বাকি!
জীবন সে-তো উড়ে বেড়ায় গাঙ চিলের মত
ছো মেরে কবি ধরে, কল্পনার উপকরণ শত!
আমি সে-ই কবি, যে শুধু তোমায় নিয়ে হারিয়ে যেতে চাই
যদি গ্রহরাজ জুপিটারের মত কোন নির্জন গ্রহ পাই!
যেথা রবো তুমি আমি আর পুষ্পোদ্যানে প্রস্ফুটিত সহস্র প্রসূন
কোকিলের গান, ঈগল জুটির শীৎকার, প্রবাহমান ঝর্ণার আচ্ছাদিত কুয়াশার বসন!
সে নিরব আদর সোহাগ পেয়ারে, বাধ সাধবে না কেউ
লাগবেনা কোন মানব হিংসা-বিদ্বেষ কোলাহলের ঢেউ!
সুখ শরাবে চুমুক দিয়ে লিখবো লক্ষ কবিতায় মানব মুক্তি
ছড়িয়ে দেবো বিশ্বমানব মাঝে, কবিতার আবেগ অনুরক্তি!
আলো-বাতাস মেঘের আনাগোনা আমাদের আপন করে নিবে
জুপিটারের অদাহ্য হিলিয়াম দু'জনকে উড়িয়ে দিবে,
হিলিয়ামের প্লাজমা গোলাপি আভায় সৌন্দর্য ছড়াবে!
মঙ্গল যাত্রার রকেটের মত আনন্দে, কবিতার ছন্দ ছুটে বেড়াবে!