মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইমরানুজ্জামানের নিকট আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র দাখিল করা হয়।
মনোনয়নপত্র জমাদানের সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক এন্তাজুল হক, ডোমার উপজেলা আমীর অধ্যাপক আব্দুল হাকিমসহ বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি বলেন, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করতে চান।
এ সময় তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে ডিমলা উপজেলা পরিষদ চত্বরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।