মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী প্রতিনিধি
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বীর যোদ্ধা শহীদ ওসমান হাদির ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইনসাফ মঞ্চ, নীলফামারীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব ও সঞ্চালনায় নেতৃবৃন্দ শহীদ ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকা জনাব মোঃ খোকন ইসলাম ও জনাব মোঃ জিয়াউর রহমান জিয়া। এছাড়াও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শহর শাখার সেক্রেটারি জনাব সেলিম উদ্দিন, ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি জনাব রিফাত হোসেন, জাতীয় যুব শক্তির যুগ্ম সচিব জনাব আবু সাঈদ এবং ইনসাফ মঞ্চের মুখপাত্র জনাব আখতারুজ্জামান খান।
বক্তারা বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড মানবতা ও ন্যায়বিচারের উপর চরম আঘাত। অবিলম্বে এ হত্যার বিচার নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইনসাফ মঞ্চের সহযোদ্ধা জনাব আবু হানজালা শরীফ। এ সময় আরও উপস্থিত ছিলেন মাসুম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ পালন করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।