সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য এস.এম আব্দুল মান্নান দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলা জাতীয় পার্টি'র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এস.এম আব্দুল মান্নানকেই মানিকগঞ্জ-২ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করায় তার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি বিএনপির প্রার্থী আফরোজা খান রিতাকে ৪২ হাজার ৮২৯ ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেও মনোনয়নপত্র জমা না দেওয়ায় আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও জাতীয় পার্টির মনোনয়ন পেলেও আওয়ামী লীগের প্রভাবের অভিযোগ তুলে ভোটের দুই দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন না করলেও ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা এবার এস.এম আব্দুল মান্নানকে পুনরায় সংসদে পাঠাতে আগ্রহী। তারা তার পুরোনো ভোট ব্যাংক ও সাংগঠনিক শক্তিকে পুঁজি করে সফলতার আশা করছেন।
জাতীয় পার্টি'র প্রার্থী এসএম আব্দুল মান্নান সাংবাদিকদের সহযোগীতাসহ অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে ভোটারদের অধিক অংশগ্রহনে তাকে বিজয়ী করার আহবান জানান।