শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি অর্জনে গর্বিত প্রতিষ্ঠান মানবিকতার আলোকবর্তিকা স্পেশাল ব্রাঞ্চের মানবিক সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিনকে ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা কবিতাঃ জীবন কবিতা নিয়ামতপুরে সরস্বতী পূজা উদযাপিত জগন্নাথপুরে গণভোটের পক্ষে উৎসাহিত করলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক গ্রেটার ইসরায়েল শখ মুছে গেলো! জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া বিদ্যুৎ ফাউন্ডেশন: মানবতার আলোর পথে ধানের শীষে ভোট দেয়ার আহবান শোডাউনের মধ্যদিয়ে প্রচারণা শুরু করলেন তুহিন মোরেলগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপিকে গণসংবর্ধনা, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দিন- অধ্যক্ষ আব্দুল আলীম

মানুষ কবে মানুষ হবে?

Coder Boss
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মসজিদের দোতলা থেকে উদ্ধার হয়েছে নয় বছরের কিশোরী কন্যা ময়নার লাশ! ময়নার বর্ননা কি আর করবো , আমি কিংকর্তব্যবিমূঢ়! ফুটফুটে সুন্দর ইনোসেন্ট চেহারার ময়না হয়তো তৃতীয় বা চতুর্থ শ্রেনীর ছাত্রী হবে, তাকে ধর্ষণ শেষে তার ই পাজামা দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে! তেমনি উলঙ্গ পড়ে আছে লাশ! তার মা বলেছেন, গালায় উর্ধাঙ্গে দাগ আছে, নিন্ম অঙ্গ রক্তাক্ত! পোস্টমর্টেম রিপোর্ট এখনও হাতে আসে নাই!
মসজিদ নিয়ে দু’টো কথা না বললে নয়? এত সুন্দর মসজিদ তিনতলা, এত ফ্যাশনাবল বলা ই যায় না কত টাকা খরচ হয়েছে, সম্ভবত গত তথাকথিত স্বৈরাচারী সরকারের রাস্ট্রীয় টাকার মসজিদ, সেই ৫৬০ টা মডেল মসজিদের একটা হয়তো, এজন্য শেখ হাসিনার বিরুদ্ধে আর একটা মামলা হতে পারে! সম্ভবতঃ ১৫২ টা মামলা এ সরকার করেছেন, আর একটা হলে ১৫৩ টা হবে।

ধর্ষণ যদি এমন ফাইভ স্টার হোটেল সদৃশ্য মসজিদে হয়, ধর্ষক বোধ হয় দ্বিগুণ স্বাদে তৃপ্ত হয়! মসজিদ থেকে আর নিরাপদ জায়গা কই! আগামী এদেশ শাসনে যদি তালেবান সম সরকার আনা যায় তা হলে অনেক “ময়না” হয়তো মসজিদে যেতে পারবে না! নারী আর কুকুর তো এদেশে মসজিদে প্রবেশ নিষেধ, কোন মসজিদে এমন লেখা দেখেছিলাম একদিন!

উপসনালয়গুলোতে যৌন হয়রানির হচ্ছে ধর্মযাজকদের দ্বারা! ২০১৭ সালে ১৬ ই জুলাই আয়ারল্যান্ডের ক্যাথলিক চার্চে যাজক শিশু যৌন নির্যাতনের সংখ্যা বেড়েছে দারুন নোংরা সংখ্যায়, সে সংবাদ প্রচারিত হয়েছে নিউইয়র্ক টাইমস সহ যুক্তরাজ্যের পত্রিকা গুলোতে। হায় ধর্মের বাংলাদেশ, তুমি ও পিছিয়ে নেই!

বাংলাদেশের আইন শৃঙ্খলা কবে ভালো হবে তা ও সেই উপর ওয়ালা জানেন!
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, “আমরা সৌদি আরবে খোঁজ-খবর নিয়েছি, মসজিদ করতে সৌদি সরকার কোন টাকা দেয় নাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে ৫৫৬ টা মডেল মসজিদ করার কি দরকার? সুন্দর ইসলামি কথা বলেছেন সন্মানিত প্রেস সচিব! এমন না হলে মসজিদের দোতালায় ” ময়না” ধর্ষণের শিকার হতোই না, হাসিনার বিরুদ্ধে মামলা কেন হবে না? প্রেস সেক্রেটারি নিশ্চয়ই খোঁজ নিবেন, পদ্মা সেতুতে “বিশ্ব ব্যাঙ্ক কোন অর্থায়ন করে নাই, অতএব এটা ও বাংলাদেশ কোষাগারের টাকা, মিস ইউজ, আরও একটা মামলা পদ্মা সেতু নিয়ে করা যেতে পারে বা মার্কিন ভাসমান বুলডোজার এনে ৩২ নাম্বার বড়ীর মত গুঁড়িয়ে দেয়া যেতে পারে বৈকি? পদ্মা সেতু যতদিন থাকবে ২৩ টা জেলার লোক ” স্বৈরচার শেখ হাসিনা কে মনে করবে এমনটা ভেবে দেখা উচিত সড়ক ও সেতু মন্ত্রনালয়ের!

দু’জন ইমাম বেতনভুক্ত, একসাথে উপভোগ করেছেন কিনা তা শুধু উপরে আল্লাহ ভগবান ঈশ্বর, যদি কেউ থেকে থাকেন, তিনি বলতে পারেন ! শুধু লেখক হিসাবে বলবো “হে সৃষ্টি কর্তা এটা তোমার কেমন বিচার? ময়নার ভাগ্যে ছিলো, এ ভাগ্যের লেখক ও তো তুমি! এমন ভাগ্য মেনে নেয়া যায় কি?”
ইমাম দের বসতিও সেখানে, তাহলে বাইরের কাউকে দায়ী করি কিভাবে? অশ্রুসিক্ত হলাম নিরুপায় বাকরুদ্ধ একাকিত্ব পরিবেশে!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102