সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসন থেকে ইসলামী ও সমমনা ১০ দল সমর্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার দুপুর ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ১ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি তাওহিদুল ইসলাম, সমন্বয়ক ও তাহিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা নুর উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক আন্দোলনের সভাপতি সিদ্দিকুর রহমান ছোটন, ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওলানা আজিজুল রহমান, সহ সভাপতি মুফতি জোবায়ের আলম, সাধারণ সম্পাদক শামসউদ্দিন আহমদ, মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গেল ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করে তা আজ ২৯ ডিসেম্বর সোমবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা জনি রায়।