কলমেঃ মোঃ মাহাবুর রহমান
সমস্ত ফেলে এসেছি নতুন লিখতে,
একের আগমনে অপরকে ছেড়ে।
শৈশব হারালাম যৌবনের কাছে—
একদিকে বিরহ, অপরদিকে নিত্য নাচে।
নতুন বছর এসেছে বাংলার ভুবনে,
নতুন পথের দিশা দেখাতে।
আনন্দে আনন্দে প্রহর কাটে,
নবীন দেখার হাসি-উল্লাসে।
নতুনের আগমনে পুরাতনের অবহেলা,
তবু ফেলে এসেছি মোরা প্রিয় দিন।
বছরের পর বছর যাবে,
শুধু পুরাতনই হবে নিরসনে বিলীন।
মায়ের কোলে শিশু ভাসে,
জন্মের আগলগ্নে ছিল মাতৃকোলের অন্ধকারে।
দুনিয়ার তৃপ্তিতে চোখ ভিজিয়ে
প্রথম আশ্রয় ভুলে যাওয়া—
এ কি মানবতার শোভা?
বর্তমান থেকে অতীত হয়,
নতুন থেকে পুরাতন হয়।
কেউ ছিল, কেউ আছে—
সবই মোদের প্রিয় দিন।
তাই বলে সৃষ্টিভ্রষ্ট হওয়া শোভা পায় না।