ইমরান আহমদ, স্টাফ রিপোর্টার:
২৯ ডিসেম্বর আনুমানিক রাত ২২:৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জাফলং এলাকায় গোয়াইনঘাট থানার এসআই (নিঃ) মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে সঙ্গীয় ফোর্স কনস্টেবল রমজান হোসেন ও নারী কনস্টেবল রিমা আক্তারের সহযোগিতায় ৩০০ পিস ইয়াবা ও ব্যবসায়ীক ১৯৫০০ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত নারীর নাম স্বপ্না বেগম (৩০)। অভিযানের সময় তার শরীর থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানা সূত্রে জানা যায়, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।