কলমেঃ নেহাৎ তানভীর
তোমার দেখা নাই রে
তোমার দেখা নাই,
মেঘের বুকে চুপটি করে
মুখ লুকাইছো তাই।
তোমার সাথে বহুদিনের
ভালোবাসা বাসি,
তাই তো তোমায় দেখতে আমি
বেলকুনিতে আসি।
জানালাটা খুলে তোমায়
উঁকি মেরে দেখি,
হঠাৎ তোমার কী হলো আজ
দিচ্ছ আমায় ফাঁকি?
তোমার দেখা নাই রে
তোমার দেখা নাই,
তুমি ছাড়া একা একা
কেমনে বাইরে যাই?
ঘরকুনো ব্যাঙ, সবুজ পাতা
ডাকে তোমায় সবাই,
কি হলো ভাই, তোমার আবার
গেলে নাকি কমায়?
পথের ধারে কাঁদছে শিশু,
একটু উষ্ণতা চায়,
বুড়ো–বুড়ি, ছোড়া–ছুড়ি
উনুনঘরে যায়।
দোষ যদি করি প্রেমের কালে
এই ধরেছি কান,
হাই কি করি কি করে আজ
ভাঙ্গি অভিমান।
এবার একটুখানি হাসো
আবার ভালোবাসো,
রোদ্দুর হয়ে আমার পাশে
আবার ফিরে এসো।