প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৯:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৮:৪২ পি.এম
দর্শন-

- মোঃ রহমত আলী
এখানে চাঁদ ধরা যায়,
অথচ জলে নামা যায় না;
রোজ সূর্য দেখা যায়,
তবে ছায়া ধরা যায় না।
পলকেই নক্ষত্র গোনা যায়..
কিন্তু গণনা লিখে রাখা যায় না।
এখানে মেঘ ছোঁয়া যায়,
যদিও বৃষ্টি হওয়া যায় না;
কুয়াশা গায়ে মাখানো যায়,
তবে ধোঁয়াশা কাটানো যায় না।
সত্যি যখন ঘড়ি থেমে যায়..
কিন্তু তখনও সময় থেমে যায় না।
প্রধান উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। প্রধান সম্পাদক: শাহিদা আক্তার তন্নি। সম্পাদক ও প্রকাশক আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। অফিস: মতিঝিল ঢাকা-১০০০ 01715-907221 ইমেইল:ajkaleralo@gmail.com