
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর আহবায়ক ও হাশেম টাওয়ার এর সত্ত্বাধিকারী আলহাজ্ব আবুল হাশেম এক শোক বার্তায় বলেছেন- আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন দেশপ্রেমিক ও আপোষহীন গণমানুষের নেত্রী ছিলেন,, তিনি দেশ ও জাতির কল্যাণে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর দেশপ্রেম, আত্বত্যাগ ও মানুষের ভালবাসার কারণে এত নির্যাতিত হওয়ার পরও দেশছেড়ে যায়নি।
আজকের দিনে আমরা তাঁকে হারিয়ে দেশ ও জাতি একজন নিবদিতপ্রাণ, গণতন্রের মানষকণ্যা, দেশপ্রেমিক ও কিংবদন্তি মানুষকে হারালাম।
উল্লেখ্য, আজ ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহ দরবারে আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। সেসাথে দেশবাসীকে তাঁর মাগফিরাত কামনা দোয়া করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম।