
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে রাজনৈতিক তৎপরতা ও উত্তাপ স্পষ্ট হয়ে উঠেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে অধ্যক্ষ আব্দুস সাত্তার এবং বিএনপি জোটের প্রার্থী হিসেবে মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দীসহ মোট ১০ জন প্রার্থী এ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর পক্ষ থেকে মোহাম্মদ জেবেল রহমান গানি নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র জমা দেন। তিনি ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইমরানুজ্জামানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব খন্দকার গোলাম মোস্তফা এবং ডিমলা উপজেলা কমিটির আহ্বায়ক জাকারিয়া হোসেন রাজুসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র জমা শেষে ন্যাপ চেয়ারম্যান সাংবাদিকদের বলেন,
দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ন্যাপ এই নির্বাচনে অংশগ্রহণ করছে। একটি সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়াই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।
এ আসনে মনোনয়ন দাখিলকারী অন্যান্য প্রার্থীরা হলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার (দাঁড়িপাল্লা), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দী (খেজুর গাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. আব্দুল জলিল (হাতপাখা), জাতীয় পার্টি (জাপা-এর্শাদ) থেকে লে. কর্নেল (অব.) তসলিম উদ্দিন (লাঙ্গল), জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) থেকে মখদুম আজম মাশরাফি তুতুল (বাইসাইকেল), বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মো. সাদ্দাম হোসেন (দেয়াল ঘড়ি), সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী) থেকে কমরেড মো. রফিকুল ইসলাম (কাস্তে) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক রফিকুল ইসলাম (বিএনপি বিদ্রোহী)।
বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নীলফামারী-১ আসনে রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে,