মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ এর নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে।
গত ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে ৮টার দিকে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরাঙ্গ বাজার কাঁচা লংকা নামক রেষ্টুরেন্টের হলরুমে,নবগঠিত নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান উক্ত সমিতির প্রধান উপদেষ্টা মো,আমিনুল ইসলাম আশফাক,এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সহ সহকারী নির্বাচন কমিশনার এবং নির্বাচন পর্যবেক্ষক টিমের সদস্যবৃন্দ।
উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন কারা হয়।
ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ রফিকউজ্জামান খান শওকত এবং সাধারণ সম্পাদক মো,জুনায়েদ হোসেন পিয়াস,কোষাধ্যক্ষ মো,কলিম আহমেদ, কার্যকরি সদস্য মো,আবুল কালাম,ওমর ফারুক, শফিউল আলম শফিক,সাইফুল ইসলাম মলু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,যে গত ২৬শে ডিসেম্বর কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মোট ভোটের সংখ্যা ছিল ৪৫৭ টি।
এতে সভাপতি পদে নির্বাচন করেন ২ জন পদপ্রার্থী,সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন ২ জন পদপ্রার্থী ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন করেন ৩ জন পদ প্রার্থী।
এই নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন মোঃ-রফিকউজ্জামান খান শওকত (ছাতা প্রতীকে) সাধারণ সম্পাদক পদে মো,জুনায়েদ হোসেন পিয়াস (চেয়ার) প্রতিকে ও কোষাধ্যক্ষ পদে মো,কলিম আহমেদ (চশমা) প্রতিকে নির্বাচিত হন। এবং কার্যনির্বাহী সদস্য পদে মো,আবুল কালাম,মো,ওমর ফারুক,মো,শফিউল আলম শফিক ও মো,সাইফুল ইসলাম মলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।