আল আমিন হাওলাদার, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও তাঁর রুহের মাগফিরাত কামনায় নেত্রকোনার দুর্গাপুরে পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর দুর্গাপুর পৌর এলাকার স্থানীয় ঈদগাহ মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তেরী বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রব। এ সময় দোয়ায় অংশ নেন কাছারি মাদ্রাসার খতিব হাফেজ অলিউল্লাহসহ এলাকার আলেম-ওলামাগণ।
দোয়া মাহফিলের পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গণি।
এসময় আরো বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক অবিচল প্রতীক। তাঁর রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের ক্রান্তিকালে তিনি কখনো দেশ ছেড়ে যাননি; বরং গণতন্ত্র রক্ষায় দৃঢ় অবস্থানে থেকেছেন। জাতি তাঁর অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শেষে মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।