মতিউর রহমান, সরিষাবাড়ি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় এমপি প্রার্থী ও সমর্থক এবং সাধারণের মাঝে বইছে নির্বাচনি ঢেউ। দীর্ঘদিন পরে হলেও ভোটারগণ অবাধে তাদের ভাটাধিকার প্রয়োগ ও দেশ পরিচালনায় সঠিক নেতা নির্বাচনের মাধ্যমে আমুল পরিবর্তন আসবে এমনটি ধারণা করছেন বিচক্ষণ মহল।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রকাশ, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক দেশ ব্যাপী এমপি প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিক কার্যক্রম চলমান। সে ধারাবাহিকতায় সরিষাবাড়িতেও এমপি প্রার্থীদের মাঝে মনোনয়ন পত্র ক্রয় ও জমাদানের তোড়জোর চলছে। গত ২৯ ডিসেম্বর/২৫ ছিল মনোনয়ন পত্র ক্রয় ও জমাদানের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে সরিষাবাড়ি উপজেলা নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট দপ্তর থেকে মোট ১২জন ও একজন জামালপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে তাদের মনোনয়ন পত্র ক্রয় করেন। ২৯ ডিসেম্বর নির্ধারিত তারিখ ও বিকেল ৫ ঘটিকা পর্যন্ত যথা সময়ের মধ্যে মোট ১০জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি'র ব্যানারে ধানের শীষ প্রতিকে মোঃ ফরিদুল কবির তালুকদার ও স্বত্ন্র এমপি প্রার্থী তাঁর(ফরিদুল কবির) স্ত্রী মেহেরজান তালুকদার,জামায়াতে ইসলামী'র দাঁড়ি পাল্লা প্রতিকের প্রার্থী এডঃ মোঃ আব্দুল আওয়াল,জাতীয় পার্টি লাঙ্গঁল প্রতিকে সাবেক এমপি মামুনুর রশীদ ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,ইসলামী আন্দোলন হাত পাখা প্রতিকে মাওলানা আলী আকবর, কমিউনিষ্ট পার্টি সিপিবি কাস্তে প্রতীকে মাহবুব জামান জুয়েল, গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে মোঃ ইকবাল হোসেন, নাগরিক ঐক্য কেটলী প্রতীকে কবির হাসান ও জামায়াতে ইসলামী এডঃ মোঃ আব্দুল আওয়াল মনোনয়নপত্র দাখিল করেন। জামায়াতে ইসলামী'র দাঁড়ি পাল্লা প্রতিকে মোঃ আব্দুল আওয়াল বা তাঁর পক্ষে উপজেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসক কার্যালয়ে পৃথক দুটি মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে বলে জানা যায়।অপর দিকে জাতীয় পার্টির সাবেক এমপি মামুনুর রশীদ (মামুন জোয়ার্দ্দার) লাঙ্গঁল প্রতীকে জামালপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় ও নির্ধারিত সময়ে দাখিল করেন। উল্লেখ্য জাতীয় পার্টির ব্যানারে দুইজন, জামায়াতে ইসলামী একই ব্যক্তি দুইবার এবং স্বামী-স্ত্রী পৃথকভাবে মনোনয়নপত্র দাখিলসহ মোট ১০জন প্রার্থী এমপি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে। আগামী ৪ জানুয়ারী জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে বলে জানা যায়।