
উম্মে কুলসুম খন্দকার
জীবন থেকে চলে গেলো আরেকটি বছর। কতো শতো সুখ দুঃখের মাঝে কাটানো মুহুর্ত, হাসি খুশি ছিলাম এই আমি। সময়, মাস- বছরের সাথে সাথে সব হাসি খুশি আনন্দ মুহুর্তগুলো সব কেমন বিলিন হয়ে যাচ্ছে। নেই আমি সেই আগের আমিটাতে। জীবনটা আসলেই খুব অদ্ভুত, কখন কি ঘটে কখন যে কি রটে বুঝা বড় দায়।জানতে ইচ্ছে করে আমি কি আর ফিরে পাবো সেই আগের আমিটাকে। কতো স্বপ্ন কতো আশা ছিলো এই মনে সবই কি হারিয়ে যাব মনের অজান্তে। পাবো কি আর সুখের দেখা,জানিনা প্রভু। এখন শুধু তোমার ছায়া তলে নিজের আশ্রয় খুঁজি। তুমি ছাড়া আমার যে আর কোনো ভরসা নাই। জীবন থেকে কিভাবে যে চলে গেলো জীবনের সব সুখ। জীবনে চলতে যেয়ে হোচট খেয়ে আজ আমি এক অসহায়ত্বের জীবনে পড়ে গেলাম।আমার জীবনে কি আর সুখের দেখা পাবো কিনা এই আমার অজানা,জানিনা নতুন বছরটাতে আমার জন্য কি অপেক্ষা করছে। তবুও শুকরিয়া জানাই তোমার প্রতি,তুমি যা ভালো মনে করো,আমাকে তা দান করো। তুমি অন্তর্জামী।তোমার কাছে একমাত্র সাহায্য চাই, তুমি আমাকে সত্যকে বোঝার তৌফিক দান কর।