
লোহাগাড়া প্রতিনিধি:
ড. শাইখ সৈয়দ জামাল মোহাম্মদ শাকির আল হোসাইনি আল হাশেমি লেবনানি সাহেব সম্প্রতি বাংলাদেশ সফরে আগমন করেছেন। তিনি একজন সম্মানিত সুফি সাধক ও আহলে বাইতের বংশধর। তাঁর কাছে আমাদের প্রিয় নবী ও রাসুল হযরত মুহাম্মদ মোস্তফা ﷺ-এর দাড়ি মোবারকের একটি অংশ সংরক্ষিত রয়েছে—যা মুসলিম উম্মাহর জন্য এক অমূল্য আমানত ও বরকতের নিদর্শন।
একান্ত সাক্ষাৎকারে বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী জানান- আমরা সৌভাগ্যবান যে প্রিয় রাসুল ﷺ-কে সরাসরি দেখার সুযোগ না পেলেও, তাঁর দাড়ি মোবারকের এক ঝলক দেখার সৌভাগ্য অর্জন করেছি। এই সৌভাগ্য অর্জনের মাধ্যম হয়েছেন প্রিয় বন্ধু সালাউদ্দীন আলী ভাই। এটি আমাদের জীবনের এক অবিস্মরণীয় ও হৃদয়স্পর্শী মুহূর্ত, যা ঈমানকে আরও দৃঢ় করেছে এবং রাসুল ﷺ-এর প্রতি ভালোবাসাকে নতুন করে জাগ্রত করেছে।
তিনি আরো বলেন-ইসলামের ইতিহাসে রাসুল ﷺ- এর দাড়ি মোবারক, চুল মোবারক, পোশাক ও অন্যান্য ব্যবহৃত বস্তুসমূহকে সাহাবায়ে কেরাম গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে সংরক্ষণ করতেন। এসব মোবারক নিদর্শনের মাধ্যমে আল্লাহ তাআলা অসংখ্য বরকত ও রহমত দান করেন—এ কথা ইতিহাস ও বহু নির্ভরযোগ্য বর্ণনায় প্রমাণিত। দাড়ি মোবারক দেখা ও তা সম্মানের সঙ্গে গ্রহণ করা ঈমানদারদের জন্য এক বিশেষ সৌভাগ্য এবং আত্মিক প্রশান্তির উৎস।
পরিশেষে তিনি প্রত্যয় ব্যক্ত করেন- মহান রব্বুল আলামিন আমাদের এই ভালোবাসা, শ্রদ্ধা ও নেক আমলসমূহ কবুল করুন এবং আমাদের সবাইকে প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা ﷺ-এর সুন্নাহ অনুসরণ করে জীবন পরিচালনার তাওফিক দান করুন।