
এম এম ইসলাম, কলকাতা, ভারত:
নতুন বছরের সূচনালগ্নেই শিক্ষাকে কেন্দ্র করে এক ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলে। চালতাবেড়িয়া হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
চালতাবেড়িয়া ঈদগাহ ময়দান সংলগ্ন আল আমান চিল্ড্রেন একাডেমির সভাঘরে আয়োজিত এই অনুষ্ঠানে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্তরের পড়ুয়াদের পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। মোট ৪৫ জন ছাত্র-ছাত্রীকে তাদের কৃতিত্বের জন্য আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ আজহারউদ্দিন বৈদ্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষক-লেখক মহম্মদ মফিজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, সাফল্য কোনও শর্টকাট পথে আসে না; অধ্যবসায়, সময়ানুবর্তিতা ও আত্মবিশ্বাসই একজন ছাত্রকে লক্ষ্যপূরণে পৌঁছে দেয়।
অনুষ্ঠানে শিক্ষারত্ন সালাউদ্দিন মোল্লা, শিক্ষক অজিত কুমার ঘোষ, সমাজসেবী মোঃ মহাইমেনউদ্দিন, মোঃ মোশারফ হোসেন সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উৎসাহ দিতে অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।