মুখোশধারী
মুখে মুখে মিষ্টি-মধুর কথা কিন্তু
অন্তরে তার ভরা বিষে,
দেশ-সমাজে মুখোশধারী শয়তান রে ভাই
থাকবে কিন্তু মিলেমিশে।
মিথ্যুক
কথায় কথায় মিথ্যা বলা সেই মানুষটির
মুনাফেকি স্বভাব আছে,
কসম কেটেও বলবে বারবার মিথ্যা কথা
যাতে কারো কাছে সে না ফাঁসে।
সত্য-মিথ্যা
কেউ কেউ টাকার কাছে হয় রে বিক্রি
বেচে ঈমান ও রে ও ভাই,
নির্দোষীকেও ফাঁসিয়ে দেয় খুব কৌশলে
সত্য-মিথ্যার নেই তো যাচাই।
টাকার লোভ
যারে তারে কিছু টাকার লোভ দেখিয়ে
নিজের চামচা বানায়,
সেই চামচায়ও কিন্তু আবার ন্যায়-অন্যায়
না বুঝে তার গুণগান গায়।
বিচার
অন্যায়কারী বিচার বসতে চাবে না ভাই
দোষটা আছে বলে তার,
যদিও সে বলবে আগে,বিচার মানি
তবে ভাই 'তালগাছ’ আমার।
মসজিদ কমিটি
মসজিদ হবে চাকচিক্য তবে থাকবে
কিছু কমিটি হারামখোর,
পরিচালনায় দক্ষ নাই মুসুল্লিও কম
অন্ধ সমাজ হবে কি ভোর?
পাপের ফল
যা-ই করো না কেন এই দুনিয়াতে
পাবে পাপের ফল,
অন্যায়কারীকে প্রশ্রয় যদি দাও
তুমিও তার দল।