
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে অজ্ঞাতনামা এক চোর বিদ্যুৎপৃষ্ট মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) ভোর রাতের যেকোন সময় উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী ভূইয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার বিন্নাডাঙ্গী ভূইয়াপাড়া বিদ্যুতের খুটির ওপরে ১০ কেভি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই চোরের মৃত্যু হয়। সকালে এলাকাবাসী দেখতে পেয়ে সিংগাইর থানাকে অবগত করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে পরিচয় সনাক্তের জন্য মানিকগঞ্জ পিবিআইতে প্রেরন করেন।
পুলিশ উপ-পরিদর্শক খন্দকার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,নিহতের পরিচয় সনাক্তের প্রক্রিয়া চলছে। পরবর্তী এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।