মোঃ জাবেদুল ইসলাম
স্বাধীন বাংলায় প্রথম রাণী,
বেগম খালেদা জিয়া।
গণতন্ত্র প্রতিষ্ঠা হয় যেন,
তারই হাত ধরিয়া।
রাজ পথের লড়াকু সৈনিক,
বেগম খালেদা জিয়া।
ন্যায়ের পক্ষে বলেন কথা,
অন্যায় নেয় না মানিয়া।
গণ তন্ত্রের মানস কন্যা,
বেগম খালেদা জিয়া।
দুঃখী মানুষের ভাগ্য উন্নয়ন,
তারই হাত ধরিয়া।
শিক্ষা স্বাস্থ্য বাসস্থান আর,
খাদ্য এবং বস্ত্র।
পাঁচটি মৌলিক চাহিয়া ছিল,
বেগম জিয়ার মুল মন্ত্র।
গণশিক্ষার প্রধান রুপকার,
নারী উন্নয়নের ভূমিকায়।
স্বাধীন বাংলায় প্রথম রাণী,
বেগম খালেদা জিয়া।