নতুন বই নতুন স্বপ্ন
নতুন বই নতুন জীবন,
পেল খোকা খুকু।
নতুন করে পেল তারা,
আলোর আশা টুকু।
নতুন বই পড়বে খোকা,
গড়বে নতুন জীবন।
নতুন জীবন গড়ে খোকা,
থাকবে সুখে আজীবন।
নতুন বই নতুন ভাবনা,
নতুন চিন্তা চেতনা।
সুখের জীবন গড়বে খোকা,
দুঃখের জীবন অতনা।
নতুন বই নতুন স্বপ্ন,
নতুন জীবন গড়া।
নতুন করে গড়বে জীবন,
নতুন হবে এই ধরা।
ইতিহাস
ইতিহাস একদিনে হয় না,
পূর্বে ঘটনা ঘটে।
তাই দিয়ে পরবর্তীতে
ইতিহাস তখন রটে।
অতীত কালের ঘটনাবলী,
গঠনমূলক আলোচনা।
হতে পারে তাহা গভীর দ্বিমত
পোষণ বা সমালোচনা।
হতে পারে যুদ্ধ বিদ্রোহ
আরও, লড়াই সংগ্রাম।
হতে পারে এবং তাহার,
কঠিন দুর্ধর্ষ সংঘাত।
অতীতে বলা কোনো কথা,
কোনো লেখা, কোনো বাণী।
অথবা কোনো মনীষীর উক্তি,
তাহা আমরা ইতিহাস মানি।
শীত আসলে কেউ ঘুমায়
শীত আসলে কেউ ঘুমায়,
লেপ কাঁথা কম্বল জড়ায়।
কেউ ঘুমায় শীত আসলে,
স্টেশনে পরে খালি গায়ে।
কেউ ঘুমায় দালান কোটায়,
আরাম আয়েশ খুব করে।
কেউ খোলা আকাশের নিচে
ঘুমায় হাত টা মাথায় দিয়ে।
কেউ ঘুমায় এসি রুমে গরম,
হাওয়ায় এয়ার কন্ডিশনরে।
আবার ঘুমায় আরাম করে,
খাট পালঙ্ক তোষক উপরে।
শীত আসলে কেউ পরে দামী,
জুতা মুজা আবার দামী পোঞ্জ,
অনাথ এতিম কত বেড়ায় ঘুরে,
নেয় না তাহাদের কোন খোঁজ।
কবি
কবির ভাবনায় যাহা ভাবেন,
তাহাই কবির কবিতা।
কবির কবিতায় যাহা লিখেন,
কবির ভাষায় তাহা কবিতা।
কবি যাহা স্বপ্ন দেখেন,
কবির চোখে তাহা কবিতা।
কবির কন্ঠে যাহা বলেন,
কবির কন্ঠে তাহা কবিতা।
কবির চোখে যাহা দেখেন,
কবির চোখে তাহা কবিতা।
কবির কলমে যাহা লিখেন,
কবির লেখায় তাহা কবিতা।
কবির ইশারায় যাহা অনুভব,
হয, কবির তাহাই কবিতা।
কবি যাহা মনে মনে ভাবেন,
কবির ইচ্ছায তাহা কবিতা।
সবার সেরা বাংলা ভাষা
জগত জুড়ে যত ভাষা,
সবার সেরা বাংলা ভাষা।
এ ভাষাতে কথা বলে,
মনের যত মেটাই আশা।
বাংলা ভাষা মায়ের ভাষা,
সকল ভাষার চাইতে খাসা।
বাংলা ভাষায় লেখন লেখি,
পাই যে আমি সুখের আশা।
বাংলা আমার বাবার ভাষা,
দাদা দাদী চাচা চাচীর ভাষা,
এই ভাষাতে সকল সুখের,
বুনি মোরা যেন নতুন বাসা।