মোঃ আমজাদ হোসেন, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে রংপুরের কাউনিয়া প্রেসক্লাবের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে কাউনিয়া উপজেলার জিন্নাহ ফাউন্ডেশন হলরুমে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস বসুনিয়া, সহ-সভাপতি সারোয়ার আলম মুকুল, মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আসাদ, জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহসান শামীম, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক আশরাফুল হাবিব তুষার, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সজিবসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য নেতৃত্ব, যাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
আলোচনা সভা শেষে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় তাঁর আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।