
মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম:
দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। দলের হাইকমান্ডের এ সিদ্ধান্তকে মাঠপর্যায়ে সাংগঠনিক শক্তি সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে আসহাব উদ্দিন চৌধুরীর রয়েছে দল পরিচালনা ও আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকার অভিজ্ঞতা। তাছাড়া তিনি লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান পদেও নিবার্চন করে বড় ধরনের অভিজ্ঞতা, দক্ষতা ও পারদর্শিতা রয়েছে। লোহাগাড়া ও সাতকানিয়া অঞ্চলে তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সংকটময় সময়ে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার দক্ষতা তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য উপযুক্ত করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র নির্বাচনী কৌশল বাস্তবায়নে আসহাব উদ্দিন চৌধুরীর সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন দলীয় কার্যক্রমে গতি আরো তরান্বিত করবে এবং সর্বস্থরের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সাহসীকতা সৃষ্টি করবে। একান্ত সাক্ষাৎকারে লোহাগাড়া উপজেলার বিএনপি নেতারা মন্তব্য করেন- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে বিএনপিকে জয় করা, দলকে আরও সংগঠিত করে শক্ত অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা করছেন দলের সর্বস্থরের নেতাকর্মীরা।