মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে নীলফামারীর ডিমলা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) ডিমলা উপজেলার কাকড়া বাজার, নটাবাড়ি ও শালহাটি এলাকায় প্রবাহিত নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির নেতৃত্ব দেন।
মোবাইল কোর্টের অভিযানে একটি ট্রাক্টরসহ অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। এ সময় ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল ও স্থানীয় গ্রাম পুলিশ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন জানায়, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য নষ্ট করে কোনোভাবেই অবৈধ বালু উত্তোলন মেনে নেওয়া হবে না। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এছাড়া অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি, অভিযানে বাধা প্রদানকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা।
নাউতারা নদীসহ উপজেলার সকল নদ-নদী রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগে কাজ চলবে বলেও জানানো হয়েছে।