মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
পদুয়া ইউনিয়নের পশ্চিম বাগমুয়া একতা শক্তির উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর, শুক্রবার রাতে পদুয়া পশ্চিম বাগমুয়া পুকুরপাড় সংলগ্ন এই ফাইনাল খেলা শুরু হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মরহুম মোস্তাক আহমেদ চৌধুরীর সুযোগ্য পুত্র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা এটি এম জাহেদ চৌধুরী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য এম আবদুর রহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক আবুল হাশেম।
এছাড়াও মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুতুব উদ্দিন, মিজানুর রহমান নিশান, আবু তাহের, মোহাম্মদ মিসবা উদ্দীন সোরভ , হোসেন মোহাম্মদ এরশাদ, ডাঃ শাহ আলম, কপিল উদ্দিন, আবু তৈয়বসহ এলাকার মাণ্যগণ্য ব্যক্তিবর্গ।
খেলায় সৌদি প্রবাসী হেফাজতুর রহমান এর সৌজন্যে বিজয়ীদের চ্যাম্পিয়ন ট্রপি ও ৫ হাজার টাকা এবং পরাজিতদের রানার্সআপ ট্রুপি ৩ হাজার টাকা পুরস্কার বিতরণ করেন অতিথিরা।