মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নে নেমে এসেছে শোকের গভীর স্তব্ধতা। সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোরেলগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক এবং চাউলাপট্রি জামে মসজিদের সহ-সভাপতি, কাঠালতলা গ্রামের সুপরিচিত সমাজসেবক মো. দেলোয়ার মেম্বার আর নেই। তিনি শুক্রবার রাত ৯টায় খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম মো. দেলোয়ার মেম্বারের মৃত্যুতে মোরেলগঞ্জসহ পুরো বাগেরহাট জেলার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন নিষ্ঠাবান রাজনৈতিক সংগঠক, জনবান্ধব জনপ্রতিনিধি ও মানবিক সমাজসেবক হিসেবে তিনি আজীবন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে গেছেন। ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বের পাশাপাশি বাজার কমিটি ও ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি এলাকায় উন্নয়ন, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে সুসংহত করতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। বাজার ব্যবস্থাপনা, ধর্মীয় কার্যক্রম পরিচালনা ও সামাজিক বিরোধ নিষ্পত্তিতে তার সক্রিয় উপস্থিতি স্থানীয় মানুষের কাছে তাকে আস্থার প্রতীকে পরিণত করেছিল। তার আকস্মিক প্রয়াণে এলাকায় যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন সচেতন মহল।
মরহুমের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান এস. এম. সাইফুল ইসলাম কবির। এক শোকবার্তায় তিনি বলেন,
“মো. দেলোয়ার মেম্বার ছিলেন তৃণমূল রাজনীতির একজন পরীক্ষিত, সৎ ও জনবান্ধব নেতা। তার মৃত্যু স্থানীয় রাজনীতি ও সমাজসেবার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি।”
একই সঙ্গে শোক প্রকাশ করেছেন সংগঠনের মহাসচিব আহমেদ হোসাইন ছানু, যুগ্ম মহাসচিব এম. শাজাহান আলী খান হায়দারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে বাগেরহাট-৪ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে শোক প্রকাশ করেন।
বিএনপির পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দেসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।বাগেরহাট ৪ আসনের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, সাবেক এমপি এইচ এম বদিউজ্জামান সোহাগ, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. ইমদাদুল হকসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে বলেন, মো. দেলোয়ার মেম্বার ছিলেন দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত সংগঠক।
এছাড়াও শোক প্রকাশ করেছেন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি।
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শোক জানিয়েছেন সভাপতি এইচ. এম. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিব সজলযিশু ঢালী, সহ-সভাপতি ডা. রমিজ উদ্দিন শেখ ও বিশিষ্ট সাংবাদিক এস. এম. সাইফুল ইসলাম কবির, যুগ্ম সম্পাদক একলাস শেখ, অর্থ সম্পাদক নাজমুল তালুকদার, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ, সাংবাদিক এস. এম. আব্দুর রহিম, মাহবুবুর রহমানসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
সকলেই মরহুম মো. দেলোয়ার মেম্বারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।