মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামে নলকূপ স্থাপন করার সময় হঠাৎ করে নিচ থেকে প্রচন্ড গ্যাসের চাপে পাইপ উপরে আসে।প্রচন্ড বেগে কাদামাটি ও গ্যাস উপরের দিকে উঠছে। এলাকাবাসীর মতে জানা যায় যে এখানে একটা নলকূপ স্থাপন কাজ চলমান, কিন্তু আজ সকালে হঠাৎ করে নিচ থেকে প্রচন্ড বেগে কাদামাটি ও গ্যাস উপরের দিকে উঠছে, কাছে যাওয়া যাচ্ছে না।মাটির নিচে প্রচুর গ্যাস আর এই গ্যাসে চাপ দেওয়ার ফলে এই বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনা এলাকায় জানাজানি হলে দূর থেকে অনেক মানুষ আসে দেখার জন্য। আসলে ভূত্বাতিক জরিপে সুনামগঞ্জ জেলার বেশির এলাকায় গ্যাসের সন্ধান পাওয়া গেছে, কিন্তু প্রযুক্তির অভাবে এর কোন ব্যবস্থা গ্রহণ করছে না সরকার।