মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
নদীর স্বাভাবিক প্রবাহ ও ভূ-প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ডিমলা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে ৪ ডিসেম্বর রবিবার উপজেলা প্রশাসন। আজ ডিমলা উপজেলার নটাবাড়ী এলাকায় নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নটাবাড়ী এলাকার বাসিন্দা গোলাম রাব্বানী (পিতা: রোস্তম আলী) নামে একজন বালু উত্তোলনকারী ও ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাকে জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দোষী সাব্যস্ত করে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির। অভিযানে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল ও গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থ রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।