মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে যখন দরিদ্র ও অসহায় মানুষগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন, তখন মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়িয়েছে নীলফামারী রিপোর্টার্স ক্লাব।
রবিবার রাতে নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে শহরের বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ক্লাবের সদস্যরা সরাসরি শীতার্তদের কাছে গিয়ে এই সহায়তা পৌঁছে দেন।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৈয়বুর রহমান মানিক, সাধারণ সম্পাদক এন. এম. হামিদী বাবু, সহ-সভাপতি সুজা মৃধা, সহ-সভাপতি সামিউল আলম সায়মন, অর্থ সম্পাদক এহসানুল হক রনি, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম সুমনসহ নির্বাহী সদস্য নুরুল্লাহ, রুবেল ইসলাম, উজ্জ্বল আহমেদ, মাসুদ এবং অন্যান্য সদস্যরা।
এই মানবিক উদ্যোগে উপকৃত হয়েছেন নারী, শিশু ও বয়স্কসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুবিধাবঞ্চিত মানুষ।
নীলফামারী রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।